গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

jagonews24.com | rss Feed

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে জড়িতদের গ্রেফতার দাবিতে গাইবান্ধা সদর থানায় অবস্থান নেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ ও স্থানীয়রা জানান, রাতে মেলার দোকানীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানীদের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালান এতে আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা আশঙ্কাজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জীম বলেন, আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তসহ গ্রেফতারে অভিযান চলছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কাজ করছেন। আশা করি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাইবান্ধার পৌর পার্ক (শহীদ মিনার চত্বর) থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হবে।

এ এইচ শামীম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *