অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল

Bangla News

ময়মনসিংহ: দিনভর উত্তপ্ত পরিস্থিতির জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  


রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।

 

ফেসবুক পোস্টে বাকৃবি উপাচার্যের সূত্রে বলা হয়, আজ বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পর উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় ভার্চ্যুয়ালি জরুরি সিন্ডিকেট সভা হয়।  


সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। সব ছাত্র-ছাত্রীকে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই পোস্টে জানানো হয়।


খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম। তিনি বলেন, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে মর্মেও সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।


এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শনিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।


শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়ায় দুপুর ১টা থেকে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন তারা।


প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু। এ সময় লাঠিসজ্জিত একদল ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে তারা মিলনায়তনের তালা খুলে অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *