অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর

Google Alert – বাংলাদেশ

অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর

সংগৃহীত ছবি

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের শীতল যুদ্ধ শুরু হয়। এরপর অনেক কিছুই পাল্টে গেছে। যার মধ্যে রয়েছে ক্রিকেটীয় সম্পর্কও। এবার যুক্ত হচ্ছে ভারতের বাংলাদেশ সফরটি।

আগামী ১৩ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। সূচি অনুযায়ী, সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে রোহিত শর্মাদের। সিরিজের সূচি প্রকাশিত হয়েছে আগেই। তবে এখন তা সময়মতো মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে বড় শঙ্কা।

এই সফর নিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার এখনও বাংলাদেশ সফরের জন্য সবুজ সংকেত দেয়নি। দিল্লির একাধিক সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সফরটি ‘রাজনৈতিক কারণে’ অনিশ্চিত।

ভারত সরকারের মতে, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে বিরূপ মনোভাব থাকার কারণে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ইতিবাচক বার্তা দেবে না। এমনটাই জানানো হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে।

সূচি অনুযায়ী, ১৭ আগস্ট মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল। সবকিছু ঠিক থাকলে ৩১ আগস্ট সিরিজ শেষ করে ১ সেপ্টেম্বর বাংলাদেশ সফর শেষ করত ভারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

এর আগেও টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছিল, বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার বিতর্কিত মন্তব্য ঘিরে ভারতের পক্ষ থেকে সফর নিয়ে অনীহা প্রকাশ করা হয়েছে। যদিও পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয়, ওই বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

এমন অনিশ্চয়তার মাঝেই গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, বিসিবি সিরিজটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চায়। তবে ভারতের সফর নিয়ে কিছুটা জটিলতা চলছে, যা নিরসনে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি।

আমিনুল আরও জানান, ভারতের সফর যদি আগস্টে না হয়, তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে সিরিজটি আয়োজন করা হবে। তবে বাস্তবতা বলছে, চলতি বছর আর ফাঁকা সময় পাওয়া কঠিন। কারণ সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সূচি ও ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল, ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। 

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, নিরাপত্তা ইস্যু নিয়েই মূলত চিন্তিত বিসিসিআই, তাই তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় প্রশ্ন থেকে যাচ্ছে- ভারতের বাংলাদেশ সফর আদৌ হবে তো? আর যদি না হয়, তবে বছরজুড়ে আর কোথাও ফাঁকা সময় নেই।

সময়ের আলো/এমএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *