Bangla Tribune
ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় তাদের সহযোগিতার অভিযোগে ভারতীয় এক যুবককেও গ্রেফতারের কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা মুর্শিদাবাদের জলঙ্গি থানার সীমানা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল দুই যুবক। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে ভারতীয় এক যুবকও ধরা পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে কেরালায় কাজ করতে গিয়েছিল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে কাঁটাতার পার করে যাওয়ার চেষ্টা করছিল। তার আগেই গ্রেফতার হয় ওই দুই যুবক। এই দুজনকে সহযোগিতা করছিল ওই ভারতীয় যুবক।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই যুবক শাফিকুল মন্ডল ও সজীব শেখ। তাদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায়। তাদের সঙ্গে গ্রেফতার শাওর হোসাইনের বাড়ি জলঙ্গীর মুসলিম পাড়া এলাকায়। তাদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়।
কার মাধ্যমে ভারতে প্রবেশ করেছিল এবং কার মাধ্যমে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল; ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।