অনুপ্রবেশের দায়ে আটক আরও ৩১ ভারতীয় জেলের মুক্তি

Bangla Tribune

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ৩১ জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি বলেন, ‘দু দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এসএস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদের ট্রলারসহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, ২০২৪ সালের ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশের জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেকে আটক করেন বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জলসীমা আইনে তাদের নামে কলাপাড়া থানায় মামলা হয়েছে। পরে তাদের কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক সবাইকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে, বৃহস্প‌তিবার (২ জানুয়ারি) দুপু‌রে বাংলা‌দে‌শের জল‌সীমায় অনুপ্রবে‌শের দা‌য়ে বা‌গেরহাট কারাগারে থাকা ৬৪ ভারতীয় জে‌লে‌কে মু‌ক্তি দেওয়া হ‌য়ে‌ছে। বা‌গেরহাট কারাগার থে‌কে মু‌ক্তি পাওয়া এসব জে‌লে‌কে বি‌শেষ নিরাপত্তায় কোস্টগা‌র্ডের বা‌সে ক‌রে মোংলায় নেওয়া হ‌য়ে‌ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *