অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

Bangla Tribune

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন (৩৮) ও সুমন হোসেন (২১) নামের দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারসংলগ্ন রেলস্টেশনের পাশের এলাকা দিয়ে ওই দুই নাগরিককে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ।

দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এসএম ইব্রাহিম দুলালের ছেলে ও সুমন হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিশন রোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এর আগে, সেখানে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক ও  বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি ক্যাম্পের কমান্ডার এসি সৌরভ কুমার। বৈঠক শেষে বিএসএফ ওই দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট ফেরত দেয়। পরবর্তীতে বিজিবি তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করে।

তাদের মধ্যে আল আমিন যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেড় বছর আগে কাজের সন্ধানে ভারতে যায়। এ ছাড়া সুমন বৃহস্পতিবার (২৬ জুন) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। শুক্রবার দুপুরে তাদের দুজনকে ভারতের বালুরঘাট এলাকা থেকে বিএসএফ সদস্যরা আটক করে। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি বিজিবিকে অবগত করা হয়। পরে বিজিবি জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা তাদের নাম-ঠিকানা যাচাইপূর্বক বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বিএসএফের কাছ থেকে তাদের দুজনকে গ্রহণ করে বিজিবি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রক্রিয়া শেষে শনিবার (২৮ জুন) সকালে তাদের দুজনকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *