jagonews24.com | rss Feed
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা ড. আসিফ নজরুল এ সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে প্রবাসী শ্রমিকদের কল্যাণকে চিহ্নিত করেছেন।
তিনি বলেন, আমরা বিমানবন্দরের অভিজ্ঞতা ও পাসপোর্ট সেবা উন্নত করা, বিমানভাড়ার ওপর নজরদারি করা এবং শ্রমিকদের উদ্বেগের বিষয়ে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। যদিও এখনও অনেক কাজ বাকি, তবে ইতিবাচক কিছু পরিবর্তন দেখতে পাওয়া উৎসাহব্যঞ্জক।
শুক্রবার (৭ মার্চ) সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
একইদিন লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরের শ্রম মন্ত্রী ড. তান সি লেং-এর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি প্রবাসী শ্রমিকদের প্রতি বিশেষ করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সিঙ্গাপুর সরকারের পেশাদারত্বপূর্ণ যত্নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ড. তান বাংলাদেশের নির্মাণ খাতে কর্মরত শ্রমিকসহ সব প্রবাসী শ্রমিকের অবদানের জন্য প্রশংসা করেন। তারা
দু’দেশের মধ্যে শ্রমিকদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা, খরচ কমানো এবং স্বচ্ছতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
বিশেষ দূত সিদ্দিকী ড.তানকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা বিষয়ে আপডেট দেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি আরও বিস্তৃত দক্ষতা ও খাতের জন্য সুযোগ সৃষ্টি করবে, যেখানে বাংলাদেশি প্রতিভা অবদান রাখতে পারবে।
এর আগে, বিশেষ দূত সিদ্দিকী সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে আইপিএ (ইন প্রিন্সিপাল এপ্রুভালস) অনলাইন প্রত্যয়ন সেবার উদ্বোধন করেন। আইপিএ হলো সিঙ্গাপুর সরকার কর্তৃক প্রদত্ত প্রাথমিক ওয়ার্ক পারমিট, যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হতে হয়। নিয়োগদাতা ও তাদের এজেন্টদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, এ অনুমোদন পেতে বাংলাদেশ মিশনে শারীরিকভাবে যেতে হয়, যা একটি প্রশাসনিক বোঝা। নতুন অনলাইন সমাধানের মাধ্যমে এখন সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা সম্ভব হবে।
সিদ্দিকী সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের অভিযোগগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনারসহ একটি আন্তঃমন্ত্রণালয় দল নিশ্চিত করে, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই অনলাইন সেবা কয়েক সপ্তাহের মধ্যেই চালু করা হয়েছে।
কেএএ/