অন্যদের বাঁচানোর পর আকস্মিক বন্যায় ভেসে গেলেন পাকিস্তানের শিক্ষক

Google Alert – সশস্ত্র

ছবির উৎস, ASHFAQ

ছবির ক্যাপশান, কাছেই একটা স্কুলে শিক্ষকতা করতেন জহুর রহমান।

আকস্মিক বন্যার হাত থেকে কোনোমতে বেঁচে গিয়েছিলেন পাকিস্তানের বিষ্ণোইয়ের বাসিন্দা মোহাম্মদ ইজাজ।

গত শুক্রবার আকস্মিক বন্যার কবলে পড়ে বিষ্ণোই গ্রাম। মি. ইজাজের মতো আরো কয়েকজন ভাগ্যবান ব্যক্তি সেইদিন বেঁচে গিয়েছিলেন। যিনি তাদের প্রাণ রক্ষা করেন, তার নাম জহুর রহমান। তিনি পেশায় শিক্ষক।

তবে অন্যদের জীবন বাঁচালেও, তিনি নিজে রক্ষা পাননি। আকস্মিক বন্যার জল তাকে ভাসিয়ে নিয়ে যায়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে উদ্ধার হয় জহুর রহমানের দেহ।

গ্রামের কাছে একটা স্কুলে শিক্ষকতা করতেন তিনি। ‘আল-খিদমত’ নামে এক জনকল্যাণমূলক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন একজন স্বেচ্ছাসেবক হিসাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *