অবশেষে ছাইনুমে মারমার পাশে দাঁড়ালেন লামার ইউএনও

Google Alert – পার্বত্য অঞ্চল

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সদ্য ভর্তি হওয়া সেই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ইউএনও এবং তাকে এককালীন কিছু অনুদান প্রদান করেন।

বুধবার (৩০ জুলাই) বিকালে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন কার্যালয়ে ডেকে ছাইনুমে মারমাকে এ অনুদান প্রদান করেন।

ছাইনুমে মারমা বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাজাপাড়া এলাকার থোয়াহ্লাখই মারমার মেয়ে। 

মূলত ছাইনুমে এসএসএস ও এইচএসসিতে জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েও আর্থিক সংকটের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছিল না।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, আপাতত তাকে বইপত্র কেনার জন্য কিছু অনুদান দেওয়া হয়েছে। পরে আরও সহযোগিতা করা হবে এবং এটি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, দৈনিক যুগান্তর অনলাইনে ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়াশোনা অনিশ্চিত ছাইনুমে মারমার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে লামা উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তাকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেন।

তাছাড়াও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকেও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকেও অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *