অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো

jagonews24.com | rss Feed

নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের যেকোনো অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঈদযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, যদি কারোর ভাড়ার বিষয়ে অভিযোগ থাকে তাহলে মালিক বা শ্রমিক পক্ষ অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

বুধবার (৪ জুন) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখেছি গতবারের যে ভাড়া সে ভাড়ার সঙ্গে এবারের ভাড়ার রেটও একই আছে। এখানে চার্টে যে রেট আছে সেই রেটেই ভাড়া নিচ্ছে। কেউ যেন ভাড়া বেশি না নেয় সেজন্য মালিক এবং শ্রমিক পক্ষ সবাই খুব সতর্ক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না।

নিরাপদ ঈদযাত্রার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। আমি আশা করবো এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে।

ঈদযাত্রায় সড়কে সার্বিক নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ অন্য সব আইনশৃঙ্খলা বাহিনী সবাই সচেতন।

কেআর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *