“অল্প উদ্যোগেই সন্দ্বীপবাসীর বড় সমস্যার সমাধান সম্ভব: চসিক মেয়র”

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সন্দ্বীপের লঞ্চঘাটে জোয়ার এলে ঘাট পানিতে তলিয়ে যায়। এ সমস্যা নিরসনে আরও কিছু কাজ প্রয়োজন হলেও ইতোমধ্যে বেশ কিছু উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সামান্য উদ্যোগ নিলেই সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তির সমাধান হয়ে যাবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে শহরে বসবাসকারী সন্দ্বীপবাসীর মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সন্দ্বীপবাসীর সব সমস্যার সমাধান হবে। উন্নয়নের জন্য আমরা নানা কনসেপ্ট নিয়ে কাজ করছি।”

তিনি হালিশহরের ভোগান্তির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ওয়াসার অনুমতিহীন কাজের কারণে সেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে সমাধানের জন্য ওয়াসাকে একাধিকবার বলা হয়েছে। এছাড়া হালিশহরের বিডিআর মাঠে ওয়াকওয়ে, এইচ ব্লকের মাঠের সৌন্দর্যবর্ধন এবং একটি বড় কিচেন মার্কেট নির্মাণের কাজ চলছে, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সন্দ্বীপ একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। চট্টগ্রামের উন্নয়নেও সন্দ্বীপবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন এবং পরিচালনা করেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, এ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক পিপি, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।

এ ছাড়া মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন দিদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মহানগর মহিলাদলের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, নাসিমা আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আর এইচ/

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *