অস্ট্রিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

চ্যানেল আই অনলাইন

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি হাই স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নয়জন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছে। হামলার পরপরই আত্মহত্যা করেছেন বন্দুকধারী, যিনি নিজেও ওই স্কুলের এক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিশেষ বাহিনী পাঠায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। পরে স্কুলটি খালি করা হয় এবং বেঁচে যাওয়া ছাত্র ও শিক্ষক-কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

গ্রাজ শহরের মেয়র এলকে কাহর একে “ভয়াবহ ট্র্যাজেডি” হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলার শিকার ব্যক্তিরা ছাত্র ও কর্মী উভয়ই ছিলেন। বন্দুকধারীর মৃতদেহ স্কুলের শৌচাগারে পাওয়া গেছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন। পুলিশের মুখপাত্র সাবরি ইয়র্গুন জানান, আমরা স্থানীয় সময় সকাল ১০টায় ফোন কল পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে গুলির চিহ্ন পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলছে।

ঘটনার পর গ্রাজ পুলিশ এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানায়, স্কুল পুরোপুরি খালি করা হয়েছে। আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এলাকা নিরাপদ। হামলার শিকারদের মধ্যে নয়জন ছাত্র এবং একজন অনুষদ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পাউলা পিনহো এক বিবৃতিতে বলেন, আমরা নিহতদের পরিবার, সহপাঠী এবং সমগ্র গ্রাজ শহরের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ধরনের মর্মান্তিক ঘটনার পর আমরা শোকাহত অস্ট্রিয়ার পাশে আছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *