অস্ত্রের মুখে সৌদি প্রবাসীর শিশু সন্তানকে অপহরণ

Google Alert – সশস্ত্র

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে
সাত বছর বয়সি এক শিশুকে অপহরণ করেছে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৯ জুলাই)
রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকার নিজ বাড়ি থেকে ওই
শিশুকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুরো এলাকায়
আতঙ্ক বিরাজ করছে।

অপহৃত শিশুর নাম বাপ্পি। তিনি ওই এলাকার
সৌদি প্রবাসী সাবুল কাদের ও গৃহবধূ শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে
একদল মুখোশধারী সশস্ত্র দল  সাবুল কাদেরের বাড়িতে
হানা দেয়।  ঘুরে ঢুকেই পরিবারের সদস্যদের ভয়ভীতি
দেখাতে থাকে তারা। একপর্যায়ে বাপ্পিকে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, অপহরণকারীরা
সবাই বাঙালি ছিল। এ ঘটনার পরপরই পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে যোগাযোগ করে।
তবে বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা সাবেক
ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।  অপহরণকারীদের দ্রুত চিহ্নিত করে শিশুটিকে উদ্ধারের
দাবি জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন,
ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *