অস্ত্র-মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

Google Alert – সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা রতন মিয়াকে (৪৫) দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

তিনি মৃত আ. রহমান মিয়ার ছেলে।

সেনাবাহিনীর নবীনগর ক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রতনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘর থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৮৫ পিস ইয়াবা, মাদক বিক্রির জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির বলেন, অভিযানটি পরিকল্পিতভাবে পরিচালনা করা হয়। আটক রতন বিটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং এলাকায় ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার ঘর থেকে আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুনও উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া রতন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। 

 

 






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *