আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিকের স্ত্রী আটক

Jamuna Television

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানায় ডিবি সূত্র।

ডিবি জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে তাদের হেফাজতে নেয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে অংশ দেয়ার সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে তার স্ত্রীকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেছে পুলিশ।

/এটিএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *