প্রথম আলো
হামলায় মহিলা দলের নেত্রী লাভলী, তাঁর আড়াই বছরের মেয়ে, এসবি সদস্য তোফাজ্জল হোসেন ও রেলওয়ের কর্মচারী মো. রনি আহত হয়েছেন। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে সংঘর্ষের সময় দড়িখড়বোনা এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল আজকের পত্রিকার রাজশাহীর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসানের। তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন।
দীর্ঘ সময় ধরে দড়িখড়বোনা, উপশহর মোড়, রেলগেট, সপুরা ও শালবাগান এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। কয়েকটি হাতবোমারও বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ চলার অনেক সময় পরেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন উপস্থিতি দেখা যায়নি।