আকবরশাহে মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Google Alert – পার্বত্য অঞ্চল

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইনের বিহারী কলোনী এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ূন কবির খন্দকার-এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক অমর সেন এর নেতৃত্বে একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে

অভিযানে গ্রেপ্তার করা হয় মো. নুর নবী (৩৪) নামের এক ব্যক্তিকে। তিনি হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর বড় হাটখোলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইন, বিহারী কলোনীর মনসুরের বাড়িতে বসবাস করছিলেন।

অভিযান চলাকালে তার বসতঘর থেকে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা (মোট ১৮০০ পুরিয়া) উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, নগরীতে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *