আকস্মিক পাহাড়ি ঢলে উত্তরাখন্ডে অন্তত ৪ জনের প্রাণহানি, নিখোঁজ শতাধিক

Google Alert – পার্বত্য অঞ্চল

বন্যা, ভূমিধস, পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চল। উত্তরাখন্ডে উজানের ঢলে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ৯ সেনা সদস্যসহ নিখোঁজ শতাধিক। ভেসে গেছে, ধসে পড়েছে বাড়িঘর আর সেনা ক্যাম্প।

উত্তরাখণ্ডের স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের পর পাহাড়ি ঢলে ভেসে যায় উত্তর কাশী জেলার বিস্তীর্ণ অঞ্চল। কিছু বুঝে ওঠার আগেই কাদাপানির ঢলে কাগজের নৌকার মতো ভেঙে পড়ে কমপক্ষে ৫০টি কাঁচা-পাকা বাড়িঘর। বাদ ছিলো না তিন থেকে চারতলা ভবনও। এরমধ্যে ছিলো ২০ থেকে ২৫টি হোটেল আর পর্যটকদের থাকার আবাসিক কামরা। তল্লাশি চালিয়ে অন্তত চারজনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ অনেকে ভেসে গেছে অথবা ধ্বংসস্তুপে চাপা পড়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ধারালি থেকে চার কিলোমিটার দূরে হর্ষিলের সেনা ছাউনিতেও এর প্রভাব পড়ে। ভেসে যায় ছাউনি, সঙ্গে ৯ সেনা সদস্য।

মূলত, টানা বৃষ্টিতে স্থানীয় ক্ষীরগঙ্গা নদীর দুই কূল ছাপিয়ে ঢল নেমে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়।

জরুরি বৈঠক করে আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

ভারি বৃষ্টির পূর্বাভাসে দুর্গত এলাকা জারি হয়েছে রেড অ্যালার্ট।

এদিকে, বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত আসাম, অরুণাচলপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর ও সিকিমে ভূমিধস হয়েছে আটশ’র বেশি পয়েন্টে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *