আকু বিল পরিশোধে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

Google Alert – বাংলাদেশ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মে ও জুনের প্রায় ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার আমদানির বিল পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দ্বি-মাসিক আকু বিল।

আগামী ৮ জুলাই এই বিল পরিশোধ করা হবে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এই অর্থ পরিশোধের পর গ্রস রিজার্ভ নেমে যাবে ২৯ বিলিয়নের ঘরে, যা বর্তমানে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে দাঁড়াতে পারে ২৯ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে। এই হিসাব প্রাথমিক, সুনির্দিষ্ট তথ্য মিলবে বিল পরিশোধ ও হিসাব সমন্বয়ের পর। তবে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভে কোনো পরিবর্তন আসবে না। বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ বা এনআইআরের পরিমাণ ২০ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গণমাধ্যমকে জানান, ৮ জুলাইয়ের মধ্যে আকুর বিল পরিশোধ হওয়ার কথা রয়েছে। আকু বিল পরিশোধের পর নিট রিজার্ভ হিসাব করা হয়। এ জন্য আকুসহ অন্যান্য বিল পরিশোধে নিট রিজার্ভে কোনো পরিবর্তন আসে না। তবে রিজার্ভ থেকে যদি ডলার বিক্রি হয় বা সরকার তার কোনো প্রকল্পে বিনিয়োগ বা ঋণ দেয়, তাহলে নিট রিজার্ভে প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালের জুলাইয়ের পর থেকে বিল পরিশোধের পরিমাণ ওঠানামা করলেও ২০২৩ সালে প্রতি দুই মাস অন্তর পরিশোধ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে আবার পরিশোধ বাড়তে থাকে। সর্বশেষ মে-জুন মাসে তা তিন বছরের মধ্যে সর্বোচ্চ ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *