আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ চাই: নাহিদ

Google Alert – বাংলাদেশ

জামালপুর করেসপন্ডেন্ট:

আগামীর বাংলাদেশে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দলের প্রতিশ্রুতি সকল নাগরিকের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ও মর্যাদা পাবে। সাবাই সমান হিসেবে বিবেচিত হবে।

আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি। এক সময় সংখ্যালঘু বিভেদের উর্ধে গিয়ে সবাই সমান হবো। যে বাংলাদেশে আমাদের আর মন্দির পাহারা দেওয়ার মত ঘটনা আসবে না। সকল ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে প্রার্থনা করতে পারবে। আমরা প্রত্যকটি ধর্মীয় এবং জাতীর যে সংস্কৃতি রয়েছে সেটার পক্ষে কথা বলছি।

রোববার (২৭ জুলাই) রাত ৯ টার দিকে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে মুক্তিযুদ্ধের যে সাম্য, ন্যয় বিচার ও মানবিক মর্যাদা আমরা নিশ্চিত করতে পারিনি। যেহতু তরুণরা গঅভ্যুত্থানে নেমেছে এবং একটি নতুন বাংলাদেশকে আকাঙ্ক্ষা করছে, আমরা চাই সেই বাংলাদেশ তৈরি করতে।

শীর্ষ এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুথানের এক বছর স্বরণে আমরা বাংলাদেশের ৬৪ টি জেলায় যাচ্ছি। এবং প্রত্যকটি জেলায় গিয়ে সেখানকার মানুষ, সেখানকার নানা সম্প্রদায় র্ধমীয় এবং জাতী গোষ্ঠী যারা রয়েছে তাদের কথা শুনছি।

শেষে সত্য, ন্যয় বিচারের পক্ষে ও জুলুমের বিপক্ষে থেকে সাবার কাছে নতুন দলের জন্য দোয়া ও আশীর্বাদ চান তরুণ এই নেতা। এসময় উপস্থিত ছিলেন এসিপির মুখ্য সমন্নয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা সম্নয়কারী লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ স্থানীয় নেতারা।

/এটিএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *