Google Alert – বাংলাদেশ
আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায় সম্প্রীতির। যেখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ থাকবে না। বিএনপি সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্ম অবলম্বীরা ঘরের দরজা খুলে ঘুমায়। কোন প্রকার হামলা মামলা শিকার হতে হয় না তাদের। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটা দেশ গরব যেখানে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে ।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সনাতন ধর্মীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শেষে কোটচাঁদপুর হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান শিমুল।
তিনি আরো বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হলে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ হব।এজন্য সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা সবাই বাংলাদেশী আর তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজার কালীবাড়ি মোড় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পবিত্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল, মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্কর চন্দ্র শাহ।
এ সময় সনাতন ধর্মাবলম্বী,বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।