আগামী পাঁচ-ছয় দিন খুবই ক্রুশিয়াল: প্রেস সচিব

Google Alert – ইউনূস

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুশিয়াল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা সেই জায়গায় এখনো আছি যে, একটি দিনও দেরি হবে না। আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। নির্বাচনে প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।

তিনি বলেন, ড. ইউনূস প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি, যদি অনেকগুলো সংস্কার হয় কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতেই হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এর একটা দিনও দেরি হবে না।

তিনি জানান, প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনতে।

বিএসআরএফ সংলাপে এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বিএসআরএফের সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিএসআরএফ কার্যনির্বাহী কমিটির নেতারা এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *