Google Alert – পার্বত্য অঞ্চল
বঙ্গোপসাগরে বিশেষ অভিযানে ১৮ কোটি টাকার অবৈধ জাল, মাছ এবং ১২টি মাছ ধরার নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১২ মে) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করে।
অভিযানে ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জাল এবং ২২০ কেজি মাছ উদ্ধার করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। অভিযানে মাছ ধরার সঙ্গে জড়িত ৬১ জন জেলেকে আটক করা হয়েছে।
জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জব্দ মাছ স্থানীয় এতিমখানাগুলোর মাঝে বিতরণ করা হয়। আটক জেলেদের পরবর্তীতে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনী চলতি মৌসুমে বিশেষ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে ১৯৩ কোটি ৩১ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা সফল করতে এবং জাটকা নিধন রোধে তারা কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।