আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

Kalbela News | RSS Feed

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে ফেলে প্রতিবন্ধী ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচ্চামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে।

আটক ওই মায়ের নাম- রিজিয়া বেগম (৪৫)। তিনি উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাঁট এলাকার মৃত আজগর হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই এক নারী তার দুই সন্তানকে নিয়ে সেতুর রেলিংয়ের ওপর বসেছিলেন। সন্ধ্যায় চলাচল কমে গেলে তিনি হঠাৎ করে প্রতিবন্ধী ছেলেটিকে নদীতে ফেলে দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী আইসক্রিম বিক্রেতা নুর আলম বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানালে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান শিল্পীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিজিয়া বেগম ও তার মেয়েকে হেফাজতে নেয়।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসকে উদ্ধার অভিযানের জন্য জানানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *