Google Alert – সশস্ত্র
রাজধানীর আদাবর এলাকা থেকে তাঁতী লীগ নেতা সাইদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থেকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দেশে বিশৃঙ্খলা করার জন্য বেশ কয়েক জায়গায় বসে গত কয়েকদিন পরিকল্পনা করছিলেন সাইদুল।
গ্রেফতার হওয়া সাইদুল আদাবর থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তিনি আদাবর এলাকার ওয়ার্ড কাউন্সিলার হাসুর সশস্ত্র সন্ত্রাসী ছিলেন।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের এক কর্মকর্তা জানান, রাজধানীতে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীল করার জন্য আদাবর এলাকার তাঁতী লীগের এক নেতা বিভিন্ন জায়গায় মিটিং করেছে। তার বিরুদ্ধে আদাবর থানায় কয়টি ফৌজদারি মামলা রয়েছে। পরবর্তীতে গোপন খবরে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা পর্যালোচনা করে আরও অভিযান পরিচালনা করা হবে।
গ্রেফতারকৃত সাইদুল ইসলামকে বৃহস্পতিবার বিকালে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।