Google Alert – সেনাপ্রধান
নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছেন দেশটির আদালত। শুক্রবার (২৯ আগস্ট) ঘোষিত এ রায় মেনে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন মাত্র এক বছর ক্ষমতায় থাকা সিনাওয়াত্রা। খবর বিবিসি।
আদালত জানান, সীমান্ত উত্তেজনা চলাকালে গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে ‘চাচা’ ও থাই সেনাপ্রধানকে ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ ঘটনার পর থাই রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সরকার থেকে বেরিয়ে যায় জোটসঙ্গী দল।
এ ফোনালাপকে দেশদ্রোহী কাজ হিসেবে অভিহিত করে বিক্ষোভ ছড়িয়ে পড়লে প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয় পেতংতার্ন সিনাওয়াত্রাকে। পরে বিষয়টি আদালতে গড়ালে শুক্রবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে পেইতংতার্নের পদক্ষেপকে জাতীয় গৌরব ঐতিহ্যের বিরোধী বলে মন্তব্য করে একে নৈতিকতার লঙ্ঘন বলে মন্তব্য করেন আদালত।
রায় ঘোষণার পর বর্তমানে উপপ্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বিদ্যমান মন্ত্রিসভা থাকবে।