আনচেলত্তির আশা ছাড়ছে না ব্রাজিল

Bangla News


কার্লো আনচেলত্তি/সংগৃহীত ছবি

ব্রাজিলের কোচ নিয়োগ-নাটক এখনই শেষ হচ্ছে না। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের পছন্দের কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে আনতে আরও কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

 

সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানায়, আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের মধ্যে তার বিদায় প্রক্রিয়া নিয়ে এখনও জটিলতা কাটেনি। ক্লাবটির লা লিগার শিরোপা লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছে পুরো পরিস্থিতি।


বর্তমানে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে, হাতে রয়েছে পাঁচটি ম্যাচ। আগামী ১১ মে মর্যাদাপূর্ণ ‘এল ক্লাসিকো’য় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই ম্যাচটি শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।


এদিকে সিবিএফ চায়, আগামী ২৬ মে’র মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে। কারণ ওই দিনই জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা করা হবে।


আনচেলত্তি ও রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মধ্যে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় আনচেলত্তির ক্লাব ছাড়ার সময় ও শর্তাবলী চূড়ান্ত হতে পারে।


জটিলতা কোথায়?


যদিও আনচেলত্তির সঙ্গে সিবিএফ-এর এক প্রকার মৌখিক সমঝোতা হয়েছিল, তবে রিয়াল মাদ্রিদ থেকে তার বিদায়ের প্রক্রিয়া এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অর্থনৈতিক দিকটি এখন আলোচনার কেন্দ্রে।


রিয়াল মাদ্রিদের সর্বশেষ লা লিগা ম্যাচ হবে মে ২৪ বা ২৫ তারিখে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এর আগে ক্লাবটি যদি আনচেলত্তিকে বরখাস্ত করে, তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে ছয় মাসের বেতন পরিশোধ করতে হবে। কিন্তু যদি তিনি নিজেই ব্রাজিল দলের দায়িত্ব নিতে রিয়াল ছাড়েন, তাহলে সেই ক্ষতিপূরণ অনেক কমে যেতে পারে।


রিয়াল চায়, সিবিএফ যেন আনচেলত্তিকে চুক্তিমুক্ত করার জন্য অর্থ পরিশোধ করে। আরেকটি সমঝোতা হতে পারে—রিয়াল কিছু অংশ দেবে, বাকিটা দেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।


বিকল্প ভাবনাও রয়েছে


যদিও আনচেলত্তি এখনো সিবিএফ-এর এক নম্বর পছন্দ, তবে বিকল্প নাম হিসেবেও কিছু কোচের বিষয় ভাবা হচ্ছে। এর মধ্যে রয়েছেন আল হিলালের হোর্হে জেসুস এবং ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা।


এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *