আনোয়ারার ১১ ইউনিয়নে এনসিপির পদযাত্রা শুরু

Google Alert – সেনাপ্রধান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলার ১১টি ইউনিয়নে পদযাত্রা শুরু করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার টানেল সংযোগ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শুরু হয়। 

পদযাত্রা উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক। পরে সেটি উপজেলার চাতরী, পরৈকোড়া, হাইলধর, বারখাইন, সদর, বরুমচড়া, জুইদণ্ডী, রায়পুর, বটতলী, বারশত হয়ে বৈরাগ ইউনিয়নে এসে শেষ হবে বলে জানা গেছে।

উদ্বোধনী বক্তব্যে জোবাইরুল আলম মানিক বলেন, ‘গত বছরের এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে। পালিয়েছে আনোয়ারার দুর্নীতিবাজ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহচররাও। আগামীতে কেউ যদি জাবেদ বা আওয়ামী লীগ, ছাত্রলীগ হয়ে উঠতে চায়, ছাত্র-জনতা তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে। তাই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি সুন্দর আনোয়ারা, সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

পদযাত্রা চলাকালীন ২৪ দফা সম্মিলিত ইস্তেহারও বিতরণ করেন এনসিপির নেতাকর্মীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *