আন্তর্জাতিক স্কোয়াশ সমাপ্ত

Google Alert – সেনা

আজ ঢাকা সেনা নিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শেষ হয়েছে চারদিন ব্যাপি ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫৷ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও ইরানসহ ছয়টি দেশের পেশাদার স্কোয়াশ এতে অংশগ্রহণ করেছিলেন।

ছেলেদের চ্যালেঞ্জ ট্যুর-৩ প্রতিযোগীতায় দেশসেরা স্কোয়াশ খেলোয়াড় যথা শাহাদাৎ, রনি ও সুমনের সাথে জুনিয়র দলের আপন, আজিজ, আমিনুল, পারভেজ ও সাইমুনসহ আটজন পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করে আটজন বিদেশি পেশাদার স্কোয়াশ খেলোয়াড়ের সাথে।

প্রথম সেমিফাইনালে ইরানের সেপার শ্রীলংকার শ্রেষ্ঠ আর এই প্রতিযোগীতার ১নং খেলোয়াড় রাভিন্দু লোকশ্রীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে কুয়েতের বাদর আলমাগাবী তুমুল প্রতিদন্ধিতার পর দুই নম্বর সিডিং খেলোয়াড় ভারতের দেওয়াকর সিংকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ ফাইনাল খেলায় ইরানের সেপার কুয়েতের বাদর আলমাগাবীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বাংলাদেশী পুরুষ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন।

অপর দিকে মহিলাদের প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার মহিলা পেশাদার স্কোয়াশ খেলোয়াড় ভাটরিকা সাইনি বাংলাদেশের মারজান মনিকাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার ভিনিকা সাইনি বাংলাদেশের চাঁদনী সরকারকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। আজ ফাইনালে ভিনিকা সাইনি ভাটিকা সাইনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই গ্রুপের শ্রেষ্ঠ বাংলাদেশী মহিলা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মার্জান মনিকা।

ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান ও বিওএ সভাপতি জেনারেল ওয়াকর-উজ-জামান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীফ অব জেনারেল স্টাফসহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক আর এফ এল গ্রুপের এম ডি আর এন পাল, ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নির্বাহী পর্ষদের সদস্য।






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *