আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২০

Independent Television

আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে এ ভূমিকম্প আঘাত হানে। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। প্রথমটির পর আরও অন্তত তিনটি কম্পন অনুভূত হয়েছে। এগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ থেকে ২৭ উত্তর-পূর্বে আঘাত হেনেছে। এতে শত শত প্রাণহানি হতে পারে।

কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, নাঙ্গারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নাঙ্গারহারে প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আজমল দারওয়াইশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নাঙ্গারহারে কমপক্ষে নয়জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ পোস্টে বলেছেন, দুর্ভাগ্যবশত, রাতের ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলীয় কিছু প্রদেশে মানুষের প্রাণহানি এবং আর্থিক ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। 

তিনি বলেন, রাজধানী এবং কাছাকাছি প্রদেশগুলো থেকে সহায়তা দলও পথে রয়েছে। জনগণের উদ্ধার ও ত্রাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। 

ইউএসজিএস একটি কমলা সতর্কতা জারি করেছে, যা ভূমিকম্পের পরে অর্থনৈতিক এবং মানবিক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়। এতে বলা হয়, উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে পদক্ষেপ প্রয়োজন।

এরআগে ২০২৩ সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটি সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলোর একটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *