আফগান সীমান্তে ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানি সেনাদের

Jamuna Television

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টাকালে ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। দেশটির সেনাবাহিনী তাদের ‘ভারত-প্রায়োজিত’ বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, বেলুচিস্তানের ঝোব জেলায় রাতের অভিযানে সেনারা ‘খাওয়ারিজ’ (পাকিস্তান তালেবান যোদ্ধাদের জন্য সরকারি পরিভাষা) শনাক্ত করে। বিবৃতিতে বলা হয়, যোদ্ধাদের ‘নির্ভুল’ গোলাবর্ষণ করে থামানো হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অভিযানকে সফল হিসেবে আখ্যায়িত করে নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান।

পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বীর সেনারা জীবনবাজি রেখে এই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং সন্ত্রাসীদের নষ্ট চক্রান্ত ধূলিসাৎ করেছে।’

খনিজসমৃদ্ধ বেলুচিস্তানে সম্পদের লভ্যাংশ থেকে বেশি অংশ দাবি করে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা গত কয়েক মাসে হামলা বাড়িয়েছে, বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এর জবাবে সেনাবাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালাচ্ছে।

পাকিস্তান প্রায়ই আফগান তালেবান সরকারের ওপর অভিযোগ করে যে তারা দু’দেশের সীমান্তে সক্রিয় যোদ্ধাদের প্রতি উদাসীন। কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার (৮ আগস্ট) দাবি করেছে নিহতরা ভারতের সমর্থন পাচ্ছিল, যদিও তারা এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেয়নি।

পাকিস্তান ও ভারত প্রায়ই একে অপরের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করার অভিযোগ করে। ভারত পাকিস্তানে যোদ্ধাদের সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করে এবং এই সাম্প্রতিক ঘটনায় কোনো মন্তব্য করেনি।

পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস রয়েছে। এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পাহালগামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর উভয় পক্ষের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *