আবারও ১৮ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Google Alert – সশস্ত্র

সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ-পশ্চিম পূর্বের সীমানায় মাছ শিকারের সময় ১৮ বাংলাদেশি জেলেসহ ৩টি বোট ফের আটক করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। এতে বোটের মালিকও রয়েছেন।

আটকরা সবাই বাংলাদেশি ও সেন্টমার্টিন এলাকার ৯নং ওয়ার্ডের গলাচিপার বাসিন্দা বলে জানা গেছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিনের এক জেলে যুগান্তরকে জানিয়েছেন, তারা গত রোববার ভোরে মাছ শিকার করতে গেলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায় বলে খবর শুনেছি। প্রতিদিন এ রকম সাগরে মাছ শিকার করতে গিয়ে যদি আমাদের জেলেদের আরাকান আর্মিরা বন্দি করে নিয়ে যায়; তাহলে আমাদের জীবন জীবিকা হুমকিতে পড়বে। তাই আমরা জেলেরা মাছ শিকারের বিষয়ে বড় ধরনের দুশ্চিন্তায় রয়েছি ।

পাশাপাশি আমরা মাছ শিকার করতে না পারলে সেটি জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে বলে দাবি করেন। তাই সরকারকে আমরা অনুরোধ করব। অন্তত বাংলাদেশের জেলেরা সাগরে মাছ শিকারের সময় নৌবাহিনী ও কোস্টগার্ডের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আটক জেলেদের ফেরত আনতে সরকারের পদক্ষেপ নেবেন বলে আশা করছি। 

সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়াজুল ইসলাম জানান, বিষয়টি শুনে আমি সকালে ইউএনওকে জানিয়েছি। তবে তাদের ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি। কারণ তারা সবাই বাংলাদেশি। 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেলোয়ার হোসেন জানান, জেলেদের বারবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জলসীমা অতিক্রম না করতে পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে পাশাপাশি সীমানা ও সাগরে মাছ ধরার বিষয়ে সপ্তাহব্যাপী সচেতনতা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *