Google Alert – সশস্ত্র
আমজাদ হত্যা মামলার আসামি ওবায়দুল ফরিদপুর থেকে গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:২২ পিএম
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতোয়ালি থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা এবং মো. মেহের মোল্লার ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে আমজাদ খানের ওপর সশস্ত্র হামলা চালায় ওবায়দুলসহ আরও কয়েকজন। রাজবাড়ী সদরের মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
আশপাশের লোকজন দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল ও সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন (২৪ জুলাই) নিহতের ভাই রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-১০ এর কাছে একটি বিশেষ অনুরোধ আসে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য। এর পর থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।
র্যাব-১০-এর পক্ষ থেকে সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টায় ফরিদপুর কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে মো. ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এমএম