আমরা ধ্বংস হলে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে হব: পাকিস্তানের সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির এক বিস্ফোরক বক্তব্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি দেখি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকেও সঙ্গে নিয়ে ধ্বংস হয়ে যাবো।

আজ (১১ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাশ্মীরের পাহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার পর ভারত ইনডাস পানিচুক্তিকে সাময়িকভাবে স্থগিত করায় পাকিস্তানের ২৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

আসিম মুনির বলেন, ভারত যদি নদীতে কোনো বাঁধ তৈরি করে, তাহলে আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা গুঁড়িয়ে দেবো। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই। ভারত নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চাইছে না। খেলোয়াড়সুলভ মানসিকতা থাকা উচিত। আমরা যদি আমাদের ক্ষয়ক্ষতির হিসাব দিই, তাহলে ভারতকেও তা করতে হবে।

ভারতের তুলনায় পাকিস্তানের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে সেনাপ্রধান বলেন, ভারত হলো হাইওয়েতে চলা মার্সিডিজ, আর আমরা কংকরে ভর্তি এক ডাম্প ট্রাক। এখন এই ট্রাক যদি মার্সিডিজে ধাক্কা মারে, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করবো, যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে, তারপর পশ্চিম দিকে এগোবো।

এই বক্তব্যকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রকাশ্য পারমাণবিক হুমকি দেওয়ার উদাহরণ হিসেবে দেখছেন। অনুষ্ঠানটি আয়োজন করেন ট্যাম্পার অনারারি কনসাল আদনান আসাদ, যেখানে আনুমানিক ১২০ জন প্রবাসী পাকিস্তানি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ ছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *