Google Alert – সেনাপ্রধান
ঢাকা, ২৯ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সম্প্রতি ফেসবুকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ভূমিকায় ইতিবাচক মন্তব্য করে আলোচনায় আসেন। তার ওই স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে সোমবার (২৮ জুলাই) আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।
সারজিস জানান, গত সপ্তাহে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছেন, “একটি পোস্টকে যেভাবে রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হলো, তা রীতিমতো অবাক করার বিষয়।”
তিনি আরও বলেন, “আমি কাউকে অন্ধভাবে প্রতিপক্ষ মনে করি না। যদি কারো ৯৯টি খারাপ দিক থাকে আর একটি ভালো দিক থাকে, আমি যেমন সমালোচনা করব তেমনি সেই একটি ভালো দিকের প্রশংসাও করব।”
আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করে সারজিস বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আমি কথা বলেছি, তা ভালো হোক বা খারাপ।”
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “সেনাপ্রধান হোক কিংবা অন্য কেউ, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শাসক বা ২০১৩, ২০০৯ বা জুলাইয়ের মতো গণহত্যাকারীদের ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।”
সারজিস বলেন, “রাজনীতিতে আপনি যত ভালো নিয়তই রাখেন, কেউ যদি আপনাকে হুমকি মনে করে, তাহলে আপনার ভালো কথাকেও বিকৃতভাবে উপস্থাপন করা হতে পারে।”
নিজের বিশ্বাস নিয়ে সারজিস বলেন, “আমি তাকদীরে বিশ্বাসী। আমার আল্লাহ না চাইলে কেউ আমাকে কিছু দিতে পারবে না, আবার তিনি চাইলে কেউ তা আটকে রাখতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমি কারো মতো হয়ে চলব না। অনুগ্রহ করে আপনারা আপনাদের মতো করে আমাকে প্রত্যাশা করবেন না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলব। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।”
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ জুলাই ২০২৫