আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত, তবে এখনই হত্যা নয়: ট্রাম্প

Jamuna Television

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্তের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, খামেনিকে আমরা হত্যা করব না, অন্তত এখনই (হত্যা) নয়।

মঙ্গলবার (১৭ জুন) সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

পোষ্টে ট্রাম্প লিখেছেন, খামেনি সহজ লক্ষ্য, তবে তিনি যেখানে রয়েছেন সেখানে নিরাপদ। আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আরেক পোস্টে তিনি শুধু লেখেন, নিঃশর্ত আত্মসমর্পন।

তবে ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টের বিষয়ে তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

এর আগে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইরানের আকাশসীমার ওপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দেশটির কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ যন্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রচুর পরিমানে ছিল। কিন্তু সেগুলোর সাথে আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনা হয় না।

আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। এছাড়াও পোষ্টে ‘আমরা’ বলতে কাদের কথা বলা হয়েছে তাও স্পষ্ট নয়।

এর আগে, তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তিতে পৌঁছানো উচিত ছিল। তবে ঠিক কী কারণে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন তা স্পষ্ট নয়। এদিকে, ট্রাম্পের এই সতর্কবার্তার পরপরই তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *