আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে

Google Alert – সশস্ত্র


ফাইল ফটো

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ রেখে অর্থাৎ একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান আনাসহ একগুচ্ছ সংশোধনী ভেটিং করে দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল নির্বাচন কমিশ (ইসি)।  


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

 

তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে আরপিও সংশোধনের গেজেট প্রকাশ করা হবে।  


নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতোমধ্যে জানিয়েছেন, ‘না’ ভোটের বিধান করা, আইনশৃঙ্খলা বাহিনীর সজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, সম ভোটের ক্ষেত্রে লটারি প্রথা বাতিল, ভোটের ৪৫ দিন আগে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসি অধীনস্ত করা, নির্দেশনা না মানলে সরাসরি শাস্তির বিধান, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলসহ একগুচ্ছ সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *