আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি

চ্যানেল আই অনলাইন

টেকনাফের নাফ নদ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বিকাল ৫টার দিকে বাংলাদেশি এসব জেলেকে ফেরত আনা হয়। গত ১১ ও ২০ ফেব্রুয়ারি ভুলবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করা ৬টি ইঞ্জিনচালিত বোটে ছিলেন ওই ২৯ জন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিরিয়ে আনা ২৯ জেলের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা ১০ জেলের নাম জানা গেছে। তারা হলেন— মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আবদুল রহমান (১৯), মো. আবুল কালাম আহমেদ (২৯), মো. লালু (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুৎফর রহমান (২৩) ও রহিম উল্লাহ (২১)। তারা সবাই শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার বাসিন্দা।

গত ২০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনায় মাছ শিকারের সময় চারটি জেলে নৌকা আটক করে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *