আরাকান আর্মির হাতে ৫ বাংলাদেশি জেলে আটক

Google Alert – BD Army

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া পাঁচ জন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছে এই পাঁচ জেলেকে স্পিডবোটে এসে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন সাবারং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

ধরা পড়া জেলেরা হলেন, শাহ পরীর দ্বীপের আলী আহমদের ছেলে ইলিয়াস (৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০), নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

তাঁরা সবাই টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, মাছ ধরতে নৌকায় একই পরিবারের তিন জনসহ মোট পাঁচ জেলে সাগরে যাওয়ার পর ফেরার পথে তাঁদেরকে আরাকান আর্মি আটক করে। জেলের স্বজনরা এ ঘটনাটি বিজিবিকে জানিয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি এবং ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *