চ্যানেল আই অনলাইন
গত মাসের শুরুর দিকে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার টিকিট কাটে অস্ট্রেলিয়াতে হতে চলা ২০২৬ সালের এশিয়া কাপের। শেষ দিকে সাফ জেতে মেয়েদের বয়সভিত্তিক দল। আরেকটি এশিয়ান অভিযান নিয়ে লাওস রওনা হয়েছেন বয়স ভিত্তিক সাফ চ্যাম্পিয়ন দলটি। ঢাকা থেকে দুপুর ২টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে সেখানে ঘণ্টা দেড়েক বিরতির পর লাওসের বিমান ধরবেন আফঈদা-সাগরিকারা।
আগামী ৬-১০ আগস্ট লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাউথ কোরিয়া, স্বাগতিক লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজদের যাত্রা। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুর ও ১০ আগস্ট সাউথ কোরিয়ার মুখোমুখি হবে দলটি। যদিও সাউথ কোরিয়ার ম্যাচটি সিনিয়র এশিয়া কাপের জন্য খানিকটা প্রস্তুতির মঞ্চও।
বাংলাদেশের গ্রুপে সাউথ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাস্তবিক অর্থে নেই। তাই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ হয়ে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।
মোট ৩৩ দলের অংশগ্রহণে বাছাইপর্ব হচ্ছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সেরা তিন দল পাবে থাইল্যান্ডে হতে চলা মূল পর্বে খেলার সুযোগ।
বাংলাদেশ দল
গোলকিপার: স্বর্ণা রাণী মন্ডল, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার সোনালী।
ডিফেন্ডার: জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কানম আক্তার ও রুমা আক্তার।
মিডফিল্ডার: কানন রাণী বাহাদুর, স্বপ্না রাণী, ঐশী খাতুন, আয়ন্ত বালা মাহাতো, রুপা আক্তার, বন্যা খাতুন, মুন্কি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: নবীরণ খাতুন, শ্রীমতি তৃষ্ণা রাণী, মোসাম্মৎ সাগরিকা, উমেরা মারমা ও পূজা দাস।