আর্মির জন্য কি কি শারীরিক অনুশীলন করবে জেনে নেও ? Bangladesh Army পরীক্ষার প্রস্তুতি

আর্মির জন্য কি কি শারীরিক অনুশীলন করবে জেনে নেও ? Bangladesh Army পরীক্ষার প্রস্তুতি
https://i.ytimg.com/vi/qIniiGrW7mQ/hqdefault.jpg

২০২১ সালের জন্য সেনা/নৌ/বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের জন্য মেডিকেল+লিখিত+মৌখিক পরীক্ষার কোচিং করতে চাইলে কল দিন- 01738343290.
অথবা যোগাযোগ করুন- সোলজার ট্রেনিং একাডেমী, ঠিকাদার পাড়া মোড়,ষ্টেশন রোড,রংপুর।
#অফিসার_সৈনিক_পদের_কোচিং_সেন্টার​
#২০২১_নতুন_ব্যাচে_ভর্তি_চলছে​
#সর্ব_বৃহৎ_ISSB_কোচিং_সেন্টার​
#আবাসিক_সুবিধা_আছে​
সোলজার একাডেমীতে যেসব বিষয় কোচিং করানো হবেঃ-
#মেডিকেলঃ​(বিভিন্ন চেকাআপের মাধম্যে আপনাকে ফিট করানোর ব্যবস্তা করা হবে)
#লিখিতঃ​ (শর্ট সেজেশন দেয়া হবে,তাতেই ১০০% সাফল্য পাবেন পরীক্ষায়)
#মৌখিকঃ​ (গুরুত্ব পূর্ণ প্রশ্নের উত্তর শেখানো হবে,এতেই নিশ্চিত সাফল্য আসবে পরীক্ষায়)
#শারীরিকঃ​ (বিভিন্ন শারীরিক ব্যাম করানো হবে,তাহলে এই পরীক্ষায় ১০০% পাশ করবেন)
#সকল_জেলার_শিক্ষার্থী_কোচিং_করতে_পারবেন​।
#কোচিং_মেয়াদঃ​ ১৫ দিন/ ১ মাস / ২ মাস
#দালাল_প্রতারক_চক্র_থেকে_সাবধান​
#JOIN_BANGLADESH_ARMY​
#JOIN_BANGLADESH_NAVY​
#JOIN_BANGLADESH_AIRFORCE​
[বিঃ দ্রঃ] বিনা প্রয়োজনে ফোন দিয়ে বিরক্ত করবেন না। ধন্যবাদ
চাকুরির জন্য অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না।
🚫 চাকুরির আগেই প্রবল প্রস্তুতির মাধ্যমে তোমাদেরকে ১০০% যোগ্য করে বাহিনী তে পরীক্ষা দেওয়ার উপযুক্ত করে গড়ে তুলাই আমাদের উদ্দেশ্য 🚫
#নতুন_ব্যাচে_ভর্তি​ শুরু হয়ে গেছে
🔥সোলজার ট্রেনিং একাডেমীতে🔥
✅ ১/২ মাসের কোর্সে ভর্তি চলছে।

** যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হবেন তাদের জন্য কিছু পরামর্শঃ
১। আগে ভালো করে নিজের মেডিকেল চেকআপ করে নিশ্চিত হউন,যদি কোন সমস্যা বের হয় তাহলে ভালো পরামর্শ মেনে ও ডাক্তারের কাছে গিয়ে ঠিক করে নিন।
২। লিখিত পরীক্ষার জন্য ভালো ভাবে ক্লাস ১০ম শ্রেণির বাংলা,ইংরেজ,গণিত,সাধারণ জ্ঞান ও আইকিউ প্রস্তুতি নিন।লিখিত পরীক্ষায় সব বিষয়ে পাশ মার্ক পেলেই আপনি পাশ করবেন।
৩। মৌখিক পরীক্ষার জন্য নিজের সাহস বাড়ান সেই সাথে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে ভাইভার প্রাকটিস করেন তাহলে আপনার নিজের জড়তা গুলো দূর হবে পাশাপাশি নিজের ভয় ও লজ্জা চলে যাবে।
৪। শারীরিক পরীক্ষার জন্য এখন থেকেই প্রতিদিন দৌড় পুশআপ সিটআপ ইত্যাদি অনুশীলন গুলো করতে থাকেন।
৫।নিজের স্মার্টনেস বাড়ান এবং সৎ সাহসী ও দেশপ্রেমিক গুনে নিজেকে গুণান্বিত করে গড়ে তুলেন।
৬। পাশাপাশি নিজেকে ভালোভাবে একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে চাইলে ভালো কোন ডিফেন্স কোচিং প্রতিষ্ঠানে প্রস্তুতি নিতে পারেন।
৭। সবশেষে সামরিক বাহিনীতে চাকুরির জন্য অসৎ কোন পথ অনুসরণ করা যাবে না। কারন সামরিক বাহিনীর কর্মকর্তারা অনেক সৎ ও নিষ্ঠাবান হয়ে থাকেন।
ধন্যবাদ সবাইকে
আশা করি পরামর্শ গুলো সবার ভালো লাগবে।
লেখকঃ রাকিবুল আলম হিমেল
পরিচালক ও প্রশিক্ষক সোলজার ট্রেনিং একাডেমী,রংপুর

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *