প্রথম আলো
২০২৫–২৬ মৌসুম শুরুর আগে এ নিয়ে ছয় খেলোয়াড় কিনল আর্সেনাল। ক্লাবটি ইয়োকেরেসের আগে দলে ভিড়িয়েছে ডিফেন্ডার ক্রিস্তিয়ান মোস্কেরা, মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দি, গোলকিপার কেপা আরিজাবালাগা, ফরোয়ার্ড নোনি মাদুয়েকে ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ডকে। তাঁদের পেছনে ২৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ইউরো (৩ হাজার ৩৫৬ কোটি ২২ লাখ ৬৩ হাজার টাকা) খরচ করে ফেলেছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা।
গত বছরের নভেম্বরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের ম্যাচে ইয়োকোরেসের স্পোর্তিংকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছিল আরতেতার আর্সেনাল। এরপরই তিনি ভেবে রেখেছিলেন, মৌসুম শেষে আর্সেনালেই যোগ দেবেন।