আর্সেনালের ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ

Kalbela News | RSS Feed

চ্যাম্পিয়নস লিগের রাতে যেন আগুন ঝরল আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। ভিক্টর জাইকেরেস ফিরলেন গোলের দেখা পেয়ে, তাও এক নয়—দুইবার! তার জোড়া গোলের সঙ্গে দুর্দান্ত এক দলীয় পারফরম্যান্সে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

প্রথমার্ধে সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে মাত্র ১৪ মিনিটে চার গোল করে অ্যাথলেটিকোর রক্ষণভাগে তাণ্ডব চালায় মিকেল আর্তেতার দল। শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মাগালহায়েস—৬০ মিনিটে হেডে গোল করে। এরপর গ্যাব্রিয়েল মার্টিনেলির নিখুঁত ফিনিশিং, আর তিন মিনিটের ব্যবধানে জাইকেরেসের দুটি গোল—সব মিলিয়ে এক নিখুঁত ইংলিশ মাস্টারক্লাস।

মাত্র তিন ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে তৃতীয় ক্লিনশিট ধরে ফেলল আর্সেনাল। মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে তাদের বিপক্ষে গোল এসেছে মাত্র তিনটি। ইউরোপে পিএসজি ও ইন্টার মিলানের মতোই এখন আর্তেতার দলও পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষে।

প্রথমার্ধেই দু’দলই পোস্টে বল লাগায়। এবেরেচি এজের শট ফিরে আসে ক্রসবারে, এরপর বুকায়ো সাকা ও ডিক্লান রাইসের সুযোগ নষ্ট। অন্যদিকে অ্যাথলেটিকোর জুলিয়ান আলভারেজও হুমকি দিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন।

বিরতির পরই ম্যাচের গতি বদলায়। আলভারেজের এক ঘূর্ণি শটে বাঁচে আর্সেনাল, তারপরই উল্টো দিকের ঝড়। রাইসের দারুণ ফ্রি-কিকে হেড করে গোল করেন গ্যাব্রিয়েল। এরপর তরুণ মাইলস লুইস-স্কেলির দৌড়ে সৃষ্টি হয় দ্বিতীয় গোলের সুযোগ, যা নিখুঁতভাবে কাজে লাগান মার্টিনেলি।

তারপরই মঞ্চে আসেন সুইডিশ স্ট্রাইকার জাইকেরেস। ৩৮ দিন পর গোলের দেখা পেলেন তিনি—প্রথমে হ্যাঙ্কোর পায়ে লেগে জালে বল পাঠিয়ে, তারপর রাইসের কর্নারে গ্যাব্রিয়েলের হেড থেকে বল পেটে লেগে গোলরেখা পেরোয়। তিন মিনিটে দুই গোল, আর অ্যাথলেটিকোর শেষ আশাটুকুও নিভে যায়।

দিয়েগো সিমিওনে সাইডলাইনে নিঃশব্দ হয়ে তাকিয়ে ছিলেন স্কোরবোর্ডের দিকে। অন্য প্রান্তে আর্তেতার মুখে প্রশান্ত হাসি—তার দল এখন ছয় ম্যাচের টানা জয়রথে, এবং শিরোপার লড়াইয়ে ভয়ংকরভাবে এগিয়ে চলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *