আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব

Dhaka Tribune

সাদাপাথরে পাথর পুনঃস্থাপন, লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রতিরোধ- এই তিন বিষয় সামনে রেখে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. সারওয়ার আলম বলেন, “লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খুঁজে বের করে আমরা রি-ইনস্টল (প্রতিস্থাপন) করছি। আশা করছি, কিছুদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।”

সাদাপাথর পরিদর্শন শেষে নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কোম্পানীগঞ্জে তিনটি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা পাথর জব্দ করার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে।

অভিযান চলাকালে জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব। বাংলাদেশ সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে।”

সারওয়ার আলম বলেন, “সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *