আর পরীক্ষা দেওয়া হল না মোনালিসার! স্কুলে যাওয়ার পথে সজোরে ধাক্কা ট্রাক্টরের! …Monalisa was not given another exam a tractor hit her on the road while she was going to school | দক্ষিণবঙ্গ

Google Alert – কুকি চিন

Last Updated:

এর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টরসহ ট্রাক্টর চালককে আটক করে আড়ংঘাটার পুলিশ ফারির পুলিশ।

আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টরটিকে
আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টরটিকে

আড়ংঘাটা: আর পরীক্ষা দেওয়া হলো না, দশম শ্রেণির মোনালিসা ঘোষের। জানা যায়, নদিয়ার আড়ংঘাটার বস্তা যুগল কিশোর এস এস শিক্ষায়তনের দশম শ্রেণির ছাত্রী পূর্ব আড়ংঘাটার সব্দালপুরের মোনালিসা ঘোষ। এ দিন দুপুরে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু। তাই মোনালিসা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের পথে।

অভিযোগ, সে যখন সাইকেল চালিয়ে বস্তাবাজার পার করে স্কুলের দিকে যাচ্ছে সেই সময় স্কুল থেকে কয়েক হাত দূরে দ্রুত গতিতে ছুটে আসা একটা রাবিশ বোঝাই ট্রাক্টর মোনালিসাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় মোনালিসা মাটিতে লুটিয়ে পড়লে ট্রাক্টরের চাকা তার পায়ের উপর দিয়ে চালিয়ে দেয় অভিযুক্ত ট্রাক্টরের চালক।

এর পরেই খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকরা ছুটে এসে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছে মোনালিসা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্কুলের শিক্ষকরা। এবং সেখানে এসে উপস্থিত হন যুগল কিশোর পঞ্চায়েতের প্রধান-সহ আরও কিছু মানুষজন। এর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর-সহ ট্রাক্টর চালককে আটক করে আড়ংঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ।

Mainak Debnath

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *