Google Alert – পার্বত্য অঞ্চল
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) : আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো “আলীকদম উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট”—একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ, যা এই পাহাড়ি জনপদের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করেছে।
সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রাস্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান। সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী ভূট্টো, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. বেলাল হোসেন।
বক্তারা বলেন, এই শিক্ষা সহায়তা ট্রাস্ট নিছক একটি আর্থিক সহায়তা কর্মসূচি নয়, এটি একটি আলোকবর্তিকা—যা শিক্ষার আলো বয়ে আনবে পিছিয়ে পড়া পাহাড়ি জনপদের ঘরে ঘরে। তারা বলেন, এই ট্রাস্ট গঠনের মাধ্যমে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এক যুগান্তকারী কাজের সূচনা করে গেলেন, যা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এক বড় সহায়ক শক্তি হয়ে থাকবে।
এছাড়াও বক্তারা উল্লেখ করেন, এই ইউএনও-র কার্যকালে নবগঠিত আলীকদম কলেজের আনুষ্ঠানিক অগ্রযাত্রাও শুরু হয়, যা ছিল এই জনপদের উচ্চশিক্ষার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকের এই শিক্ষাবৃত্তি প্রদান যেন আশ্রমবৃক্ষ থেকে ফোটা প্রথম শিরীষপুষ্পযার সুবাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছেু শিক্ষার্থীদের আশাবাদী চোখে, সাহস আর স্বপ্নে।”
এই ট্রাস্টের মাধ্যমে শিক্ষা-দারিদ্র্য দূরীকরণে একটি বাস্তব ও ফলপ্রসূ পথ রচনা হলো, যা দীর্ঘমেয়াদে আলীকদমের উন্নয়ন অভিযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। এই শিক্ষা সহায়তা ট্রাস্ট কেবল একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং এটি সময়ের দাবি এবং ভবিষ্যতের প্রজন্মের প্রতি একটি দায়িত্বশীল অঙ্গীকার। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ট্রাস্ট একদিন পাহাড়ি জনপদের আলোকবর্তিকা হয়ে শিক্ষার অন্ধকার দূর করবে।