“আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন”

Google Alert – সেনাপ্রধান

“আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন”

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির নেতৃত্বে কোনো পরিবর্তনের গুজব সম্পূর্ণভাবে নাকচ করেছেন। তিনি বলেছেন, এমন তথ্যগুলো সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর গুজব।

ব্রাসেলসে সিনিয়র সাংবাদিক সোহেল ওয়ারাইচের সঙ্গে আলাপকালে আসিম মুনির বলেন, “আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন। আমার অন্য কোনো পদের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই।” 

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক ঐক্য কেবল সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক ক্ষমা ও সমঝোতার মাধ্যমে সম্ভব।

গত জুলাইয়ে গুজব ছড়িয়ে পড়েছিল যে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে এবং সেনাপ্রধান মুনির সর্বোচ্চ পদে বসতে পারেন। তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ ধরনের দাবিকে প্রত্যাখ্যান করেছেন।

শেহবাজ শরিফ বলেছেন, “ফিল্ড মার্শাল আসিম মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এবং ভবিষ্যতেও কোনো পরিকল্পনা নেই।” 

নকভি এটিকে প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে লক্ষ্য করে ছড়ানো একটি ‘দূষিত প্রচারণা’ হিসেবে উল্লেখ করেছেন।

সোহেল ওয়ারাইচের সঙ্গে আলাপচারিতায় মুনির চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমরা এক বন্ধুকে অন্য কারও স্বার্থে ত্যাগ করব না।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক উন্নতির পথে। সম্প্রতি হোয়াইট হাউসে সেনাপ্রধান মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে, যা ভারতকে অস্থির করেছে এবং একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: জিও নিউজ

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *