আশুলিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত

CHT NEWS

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ। ছবি সৌজন্যে: যুগান্তর

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

শিল্পাঞ্চলের আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক
বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কাউসার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এছাড়া চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড
সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসাইন খান (২৭)। তিনি আশুলিয়ার জিরাবো
এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার শ্রমিক। দুপুর ২টার দিকে তার মৃত্যুর বিষয়টি
নিশ্চিত করেছেন এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী।

বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৫টি গাড়ি ভাঙচুর
করেছেন। এ ঘটনায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমসহ যৌথ বাহিনীর কয়েকজন সদস্য
আহত হয়েছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আইনশৃঙ্খলা
বাহিনীর গুলিতে শিল্পাঞ্চলে শ্রমিক হতাহতের ঘটনা এটাই প্রথম।

প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের নাম জানা গেছে।  তারা হলেন- ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবীব ও ন্যাচারাল
ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান। আহত অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ
দুজন শ্রমিককে পিএমকে হাসপাতাল ও দুজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *