Google Alert – ইউনূস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১১ আগস্ট) কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
জাহাঙ্গীর আলম আরও জানান, নির্বাচনকে ঘিরে ৮০ হাজার সেনা সদস্য মাঠে থাকবে। পাশাপাশি নৌবাহিনী ও অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করবে।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি যেই রাজনৈতিক দলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যত বড় নেতা হোক, তাকে আইনের আওতায় আনা হবে।