আসিম মুনিরের পরমাণু বোমা হুমকিতে ক্ষোভে ফুঁসলেন কঙ্গনা

Google Alert – সেনা

ভারত–পাকিস্তান সম্পর্ক ফের উত্তেজনার কেন্দ্রে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতকে সরাসরি পরমাণু হামলার হুমকি দিয়েছেন।

তার বক্তব্য, ভবিষ্যতে প্রয়োজন হলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ভারতের পরিকাঠামো ধ্বংস করতে পারে। 

আরও চরম হুঁশিয়ারিতে মুনির বলেন, “আমাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে। যদি মনে হয় আমরা ডুবে যাচ্ছি, অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে আমরা ডুবব। ভারত যদি বাঁধ তৈরি করে, আমরা সেটি ধ্বংস করব।”

এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতে। হিমাচলের মন্ডী কেন্দ্রের সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সামাজিক মাধ্যমে মুনিরের ভিডিও শেয়ার করে কটাক্ষ করেন—“ভিখারি আত্মঘাতী জঙ্গির মতো কথা বলছেন ইনি।” 

অভিনয়ের পাশাপাশি বিজেপি সাংসদ হিসেবে রাজনৈতিক ইস্যুতেও সরব কঙ্গনা অতীতে সীমান্ত উত্তেজনা ও সেনা অভিযানের সময় দেশপ্রেমী অবস্থান স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত–পাকিস্তান সম্পর্কের আবহ উত্তপ্ত। এরই মধ্যে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে। 

সেই সময় কঙ্গনা বলেছিলেন, “দেশ এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই আতঙ্কিত। ঈশ্বর আমাদের সেনাদের রক্ষা করুন।”

বর্তমানে মুনিরের মন্তব্যে দিল্লি কূটনৈতিক মহলও সজাগ। ভারত সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও প্রতিরক্ষা মহল থেকে বার্তা—ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বে কোনও হুমকি সহ্য করা হবে না। 

বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপে এই ধরনের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হতে পারে।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, কঙ্গনার এই কটাক্ষ সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা তার বক্তব্যকে ‘দৃঢ় দেশপ্রেমী অবস্থান’ হিসেবে দেখছেন, অন্যদিকে সমালোচকরা মনে করছেন, এমন ভাষা কূটনৈতিকভাবে সংযত হওয়া উচিত ছিল। 

তবে একথা স্পষ্ট, মুনিরের হুমকি এবং কঙ্গনার পাল্টা মন্তব্যে দুই দেশের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *